Ajker Patrika

অটিস্টিক শিশুদের ভর্তিতে বয়স শিথিলের চিন্তা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অটিস্টিক শিশুদের ভর্তিতে বয়স শিথিলের চিন্তা শিক্ষামন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অটিস্টিক শিশুদের বয়স শিথিল করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, অটিস্টিক শিশুদের এক সময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্তু এই শিশুদের বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বয়স শিথিল করার চিন্তা করা হবে। 

অটিজম বিষয়ে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে দীপু মনি বলেন, অটিজম বিষয়ে আগে তেমন সচেতনতা ছিল না। এই বাচ্চাদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হতো না। কিন্তু এখন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। 

বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান বলেন, অটিজম কোনো রোগ না। এটি নিউরোলজিক্যাল সমস্যা। এর ফলে কমিউনিকেশনে সমস্যা হয়। এই শিশুরা মেধাবী। তাদের মেধা বিকাশে পরিবার ও সমাজের দায়িত্ব রয়েছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সূচনা ফাউন্ডেশনের সিইও ডা. সাকী খন্দকার, ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রকল্পের পরিচালক অধ্যাপক দিদারুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত