Ajker Patrika

রিজেন্সির কবির-ফাহিমের জামিন স্থগিত, বিচারকের ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০: ০৪
রিজেন্সির কবির-ফাহিমের জামিন স্থগিত, বিচারকের ব্যাখ্যা তলব

অর্থ আত্মসাৎ মামলায় জামিন দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। তাঁকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারের জামিন স্থগিত করেছেন আদালত। 

আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড হোটেল নির্মাণের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন বাংলাদেশির কাছ থেকে ১৮ কোটি ৯৭ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। ওই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীরা। পরে সেই মামলায় কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে ১৮ মার্চ জামিন দেন সত্যব্রত শিকদার। ওই জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে বাদীপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত