জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক সহকারী অধ্যাপক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষিকার দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সাংবাদিকদের একথা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ৪৭ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী মারুফুল হাসান এবং লোক প্রশাসন বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র ও শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়পাল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ওই শিক্ষিকা অভিযোগ না করলেও বিশ্ববিদ্যালয় স্ব-প্রণোদিত হয়ে এ ঘটনায় ব্যবস্থা নেবে।
প্রক্টর অফিস থেকে জানানো হয়, ভুক্তভোগী তাঁর ছেলে বন্ধু নিয়ে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় ঘুরতে যান। এ সময় মোটরসাইকেলে মারুফ ও জয়পাল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ওই শিক্ষিকাকে বহিরাগত কিনা জানতে চান। ওই শিক্ষিকা বহিরাগত জানতে পেরে তাদের কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যান তারা। ঘটনার সময় ওই শিক্ষিকা ছিনতাইকারীদের ছবি ও বাইকের ছবি তুলে রাখেন।
জাবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুমতাহানা মৌ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষিকা আমার পূর্ব পরিচিত না। নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজন শিক্ষকের মাধ্যমে আমি ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে উপস্থিত হই।
বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দুইজন শিক্ষার্থী ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা বাইকযোগে এসে এই ছিনতাই কার্যক্রম চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনাটি জানালে তারা অভিযুক্তদের পরিচয় শনাক্ত করতে পারে। পরে রাতে ওই শিক্ষিকাকে অভিযুক্তরা ছিনতাইকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। ওই শিক্ষিকা ও আমি ব্যক্তিগতভাবে প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’
এ ঘটনায় অভিযুক্ত মারুফুল হাসান বলেন, ‘এ ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
আরেক অভিযুক্ত জয়পাল সাংবাদিকদের বলেন, ‘তারা নিজেদের নাম পরিচয় গোপন রাখার শর্তে মিষ্টি খাওয়ার জন্য আমাদের কিছু টাকা দেয়। পরে ওই শিক্ষিকা বাংলা বিভাগে অভিযোগ জানালে আমরা ভুল স্বীকার করে মিষ্টি খাওয়ার জন্য দেওয়া টাকাটা বিকাশের মাধ্যমে ফেরত পাঠিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ঘটনাটি জেনেছি। ভুক্তভোগী ওই শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। তিনি অভিযোগ করতে চাননি। তাই বিশ্ববিদ্যালয় স্ব-প্রণোদিত হয়ে এই ঘটনা ব্যবস্থা নেবে। অভিযুক্তদের আগামী দুয়েক দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক সহকারী অধ্যাপক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষিকার দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সাংবাদিকদের একথা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ৪৭ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী মারুফুল হাসান এবং লোক প্রশাসন বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র ও শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়পাল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ওই শিক্ষিকা অভিযোগ না করলেও বিশ্ববিদ্যালয় স্ব-প্রণোদিত হয়ে এ ঘটনায় ব্যবস্থা নেবে।
প্রক্টর অফিস থেকে জানানো হয়, ভুক্তভোগী তাঁর ছেলে বন্ধু নিয়ে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় ঘুরতে যান। এ সময় মোটরসাইকেলে মারুফ ও জয়পাল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ওই শিক্ষিকাকে বহিরাগত কিনা জানতে চান। ওই শিক্ষিকা বহিরাগত জানতে পেরে তাদের কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যান তারা। ঘটনার সময় ওই শিক্ষিকা ছিনতাইকারীদের ছবি ও বাইকের ছবি তুলে রাখেন।
জাবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুমতাহানা মৌ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষিকা আমার পূর্ব পরিচিত না। নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজন শিক্ষকের মাধ্যমে আমি ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে উপস্থিত হই।
বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দুইজন শিক্ষার্থী ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা বাইকযোগে এসে এই ছিনতাই কার্যক্রম চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনাটি জানালে তারা অভিযুক্তদের পরিচয় শনাক্ত করতে পারে। পরে রাতে ওই শিক্ষিকাকে অভিযুক্তরা ছিনতাইকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। ওই শিক্ষিকা ও আমি ব্যক্তিগতভাবে প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’
এ ঘটনায় অভিযুক্ত মারুফুল হাসান বলেন, ‘এ ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
আরেক অভিযুক্ত জয়পাল সাংবাদিকদের বলেন, ‘তারা নিজেদের নাম পরিচয় গোপন রাখার শর্তে মিষ্টি খাওয়ার জন্য আমাদের কিছু টাকা দেয়। পরে ওই শিক্ষিকা বাংলা বিভাগে অভিযোগ জানালে আমরা ভুল স্বীকার করে মিষ্টি খাওয়ার জন্য দেওয়া টাকাটা বিকাশের মাধ্যমে ফেরত পাঠিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ঘটনাটি জেনেছি। ভুক্তভোগী ওই শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। তিনি অভিযোগ করতে চাননি। তাই বিশ্ববিদ্যালয় স্ব-প্রণোদিত হয়ে এই ঘটনা ব্যবস্থা নেবে। অভিযুক্তদের আগামী দুয়েক দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে