Ajker Patrika

কুমিল্লা অঞ্চলের ১৩ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি চলছে ইসিতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৩, ১২: ৩৩
কুমিল্লা অঞ্চলের ১৩ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি চলছে ইসিতে 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা অঞ্চলের চার জেলার ১৩ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সীমানা নির্ধারণসংক্রান্ত শুনানি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের শুনানি দিয়ে সীমানা নির্ধারণসংক্রান্ত শুনানি শুরু করেছে বর্তমান কমিশন। 

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ৩৮ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর যে ১৮৬টি আবেদন জমা পড়েছে, সেগুলোর ওপর চার ধাপে শুনানি করবে ইসি। রাজশাহী অঞ্চলের যে আবেদন, সেগুলো শুনানির তারিখ ৭ মে। ময়মনসিংহ-ফরিদপুর-ঢাকা অঞ্চলের শুনানি ১১ মে। আর বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদন নিষ্পত্তির শুনানি হবে ১৪ মে।

বিদায়ী নুরুল হুদা কমিশনের রেখে যাওয়া সংসদীয় আসনের সীমানা গত ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া সীমানা হিসেবে গেজেট প্রকাশ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ১৯ মার্চ পর্যন্ত সংক্ষুব্ধরা এ বিষয়ে আবেদন করতে পারবেন। সীমানাসংক্রান্ত প্রাপ্ত আবেদনের শুনানি শেষে জুনের মধ্যে সীমানা চূড়ান্ত করতে চায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৩টি আবেদন জমা পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে। রাজশাহী থেকে ৪৪টি, বরিশাল থেকে ২৯টি, ঢাকা অঞ্চল থেকে ১৮টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে ৫টি করে আবেদন পড়েছে। তবে সিলেট ও রংপুর অঞ্চল থেকে কোনো আবেদনই জমা পড়েনি।

কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিপক্ষে ২টি আর পক্ষে ৪টি আবেদন জমা পড়েছে। কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিপক্ষে ৪৯টি, পক্ষে ১২টি আবেদন জমা পড়েছে। কুমিল্লা-৮ ও কুমিল্লা-৯ আসনের বিপক্ষে ৩টি আবেদন এবং কুমিল্লা-১০ আসনের ৮টি আবেদন বিপক্ষে জমা পড়েছে। নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসনে ৪টি আবেদন বিপক্ষে জমা পড়েছে। এ ছাড়া চাঁদপুরের ১, ২, ৩, ৪, ৫—প্রতিটি আসনের বিপক্ষে ১টি করে আবেদন জমা পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত