নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর তুরাগে বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১০ দিনে ২০ জনেরও বেশি শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি বানরের আক্রমণে আহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া, কালিবাড়ি ও আদর্শ পাড়া এবং তুরাগের শেষ প্রান্ত ক্যান্টনমেন্টের গোয়ালটেক এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) খোঁজখবর নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তুরাগ এলাকার বাসিন্দারা আজকের পত্রিকাকে জানান, বানরের আক্রমণ থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। প্রতিদিনই বানরের আক্রমণে আহত হচ্ছেন কেউ না কেউ। শুধু মানুষকে আহত করেই সীমাবদ্ধ নয় এসব বানর। বানরগুলো গাছের ফলমূলও নষ্ট করছে।
বাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার নিয়ে কেউ বাসার ছাদেও যেতে পারে না বানরের অত্যাচারে। খাবার দেখলেই ক্ষুধার্ত বানরগুলো শিশু থেকে বয়স্ক সকলের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবার কেড়ে নেয়।’ তিনি আরও বলেন, ‘গাছের কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন ফলমূলও নষ্ট করছে বানরেরা।’
বাউনিয়া এলাকার বাসিন্দা আফজাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু বাচ্চারা হাতে কোন খাবার নিয়ে বের হলেই হুট করেই আক্রমণ চালাচ্ছে বানানগুলো। কামড়ে দিচ্ছে হাত ও পায়ের বিভিন্ন জায়গায়। আজ (বৃহস্পতিবার) আমার সাত বছর বয়সী ছেলে সন্তানকে হাতে ও পায়ে কামড়ে খাবার কেড়ে নিয়েছে।’
একই এলাকার বাসিন্দা হাবুল বলেন, ‘হঠাৎ করে ঘরে ঢুকেই আমার শিশু সন্তানকে কামড় দিয়েছে বানর। ঠিকমতো ঘরের বাইরে কাপড়ও শুকানো যায় না বানরের অত্যাচারে।’
তুরাগের কালিবাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘গ্রামের পাশের বন থেকে হঠাৎ করে বের হয়েই তাণ্ডব চালায় বানরের দল। যার ফলে শিশু ও বৃদ্ধারা এক রকম গৃহবন্দী অবস্থায় রয়েছে।’
ডিএনসিসি'র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বানরের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। তাঁদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। বানরের অত্যাচার রোধে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর তুরাগে বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১০ দিনে ২০ জনেরও বেশি শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি বানরের আক্রমণে আহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া, কালিবাড়ি ও আদর্শ পাড়া এবং তুরাগের শেষ প্রান্ত ক্যান্টনমেন্টের গোয়ালটেক এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) খোঁজখবর নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তুরাগ এলাকার বাসিন্দারা আজকের পত্রিকাকে জানান, বানরের আক্রমণ থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। প্রতিদিনই বানরের আক্রমণে আহত হচ্ছেন কেউ না কেউ। শুধু মানুষকে আহত করেই সীমাবদ্ধ নয় এসব বানর। বানরগুলো গাছের ফলমূলও নষ্ট করছে।
বাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার নিয়ে কেউ বাসার ছাদেও যেতে পারে না বানরের অত্যাচারে। খাবার দেখলেই ক্ষুধার্ত বানরগুলো শিশু থেকে বয়স্ক সকলের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবার কেড়ে নেয়।’ তিনি আরও বলেন, ‘গাছের কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন ফলমূলও নষ্ট করছে বানরেরা।’
বাউনিয়া এলাকার বাসিন্দা আফজাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু বাচ্চারা হাতে কোন খাবার নিয়ে বের হলেই হুট করেই আক্রমণ চালাচ্ছে বানানগুলো। কামড়ে দিচ্ছে হাত ও পায়ের বিভিন্ন জায়গায়। আজ (বৃহস্পতিবার) আমার সাত বছর বয়সী ছেলে সন্তানকে হাতে ও পায়ে কামড়ে খাবার কেড়ে নিয়েছে।’
একই এলাকার বাসিন্দা হাবুল বলেন, ‘হঠাৎ করে ঘরে ঢুকেই আমার শিশু সন্তানকে কামড় দিয়েছে বানর। ঠিকমতো ঘরের বাইরে কাপড়ও শুকানো যায় না বানরের অত্যাচারে।’
তুরাগের কালিবাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘গ্রামের পাশের বন থেকে হঠাৎ করে বের হয়েই তাণ্ডব চালায় বানরের দল। যার ফলে শিশু ও বৃদ্ধারা এক রকম গৃহবন্দী অবস্থায় রয়েছে।’
ডিএনসিসি'র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বানরের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। তাঁদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। বানরের অত্যাচার রোধে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে