Ajker Patrika

নীলক্ষেত-সায়েন্স ল্যাবে কোটাবিরোধীদের অবস্থান, মিরপুর রোডে যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৬: ২৯
নীলক্ষেত-সায়েন্স ল্যাবে কোটাবিরোধীদের অবস্থান, মিরপুর রোডে যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে।
 
ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থল যেতে দেখা যায়। 

আজ রোববার বেলা ২টার সময়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। 

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থানআন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, ‘বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশেষ একটি শ্রেণি কোটার মাধ্যমে সুযোগ নিয়ে মেধার সঙ্গে বৈষম্য করবে, তা চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ 

আন্দোলনরত ইডেন কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘আমরা সব ধরনের অন্যায্য ও অযৌক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। নারীরা যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। কোটা যদি রাখা হয়, কেবল প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের জন্যই রাখা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শুধু আমরা না, সারা দেশে এ কর্মসূচি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত