নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।
আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।
তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।
আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।
তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৭ মিনিট আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগেদুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে