নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।
আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।
তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।
আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।
তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালককে সহযোগী করে যাত্রীর কাছ থেকে নগদ, মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে‘আমরা আগামীকাল বা পরশুর মধ্যে নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আগে অ্যাসেসমেন্ট করে নিই, তারপরে আশা করছি, দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে।’
১ ঘণ্টা আগেরাজধানীর ব্যস্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার দিনভর থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও দুই পক্ষের মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার...
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির জাবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত করা হয়েছে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি
৩ ঘণ্টা আগে