Ajker Patrika

মোটরসাইকেলের বেপরোয়া গতি, ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ 

নরসিংদী প্রতিনিধি
মোটরসাইকেলের বেপরোয়া গতি, ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ 

নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নরসিংদী-সাহেপ্রতাব সড়কের শালিধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—সাহেপ্রতাব এলাকার কামাল হোসেনের ছেলে মো. বিপ্লব (১৮) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. দ্বীপ (১৮)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলের তিন আরোহী সাহেপ্রতাপ মোড় থেকে নরসিংদী শহরের বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী লামিম (১৮) নামের অপর একজনকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম উদ্দিন (২২) নামের আরও এক ব্যক্তি। তিনি বাইসাইকেল আরোহী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত