গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কাশিমপুর বাজারে ছিনতাই করার সময় মানুষকে ভয় দেখাতে ছিনতাইকারীর ছোড়া গুলিতে আহত সবজি বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত বুধবার রাতে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত সবজি বিক্রেতার নাম জাহিদুল ইসলাম (৬২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ছোট বুরুলিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকায় হাজীবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে কাশিমপুর বাজারে সবজি বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহতের মেয়ের জামাই মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো গেল বুধবার তাঁর শ্বশুর জাহিদুল ইসলাম কাশিমপুর বাজারে সবজি বিক্রি করছিলেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে বাজারের মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী দল তাঁর পথরোধ করে আঘাত করে। পরে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি জাহিদুল ইসলামের হাতে লেগে তাঁর পেটের ভেতর ঢুকে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সেখানে ডাক্তার না থাকায় বুধবার রাতেই তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা ৩টায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নিয়ে গেলে ওই দিন রাতেই সেখানে অপারেশন করা হয়। অপারেশনের এক ঘণ্টা পর রাত ১টার সময় মারা যান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। স্বজনেরা লাশ দাফনের পর এজাহার দিবে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কাশিমপুর বাজারে ছিনতাই করার সময় মানুষকে ভয় দেখাতে ছিনতাইকারীর ছোড়া গুলিতে আহত সবজি বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত বুধবার রাতে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত সবজি বিক্রেতার নাম জাহিদুল ইসলাম (৬২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ছোট বুরুলিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকায় হাজীবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে কাশিমপুর বাজারে সবজি বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহতের মেয়ের জামাই মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো গেল বুধবার তাঁর শ্বশুর জাহিদুল ইসলাম কাশিমপুর বাজারে সবজি বিক্রি করছিলেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে বাজারের মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী দল তাঁর পথরোধ করে আঘাত করে। পরে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি জাহিদুল ইসলামের হাতে লেগে তাঁর পেটের ভেতর ঢুকে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সেখানে ডাক্তার না থাকায় বুধবার রাতেই তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা ৩টায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নিয়ে গেলে ওই দিন রাতেই সেখানে অপারেশন করা হয়। অপারেশনের এক ঘণ্টা পর রাত ১টার সময় মারা যান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। স্বজনেরা লাশ দাফনের পর এজাহার দিবে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে