Ajker Patrika

সাপুড়ের বক্সে ২৫ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৫: ২০
সাপুড়ের বক্সে ২৫ হাজার পিস ইয়াবা

সাপুড়ে পেশার আড়ালে অভিনব কায়দায় সাপের বক্সের ভেতরে ইয়াবা রেখে পাচারের সময় ২৫ হাজার পিস ইয়াবাসহ সাপুড়ে আসলামকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা এনায়েত কবির শোয়েব। 

এনায়েত কবির শোয়েব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ অভিযান চালিয়ে এক সাপুড়েকে আটক করেছে। তাঁর সঙ্গে থাকা সাপের বক্সের ভেতর থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বক্সের ভেতরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে বক্স তৈরি করে তার ভেতরে ইয়াবা রেখেছিলেন। 

গ্রেপ্তার আসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছেন, তিনি সাপুড়ে পেশার আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। 

আসলামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত