Ajker Patrika

রাজধানীর বাড্ডায় ২ দোকানির কথা-কাটাকাটির জেরে খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডায় ২ দোকানির কথা-কাটাকাটির জেরে খুন

রাজধানীর উত্তর বাড্ডায় কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছে। একই ঘটনায় নিহতের দুই ভাইও আহত হয়েছে। আজ বুধবার উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত দুজন হলেন—আল আমিন বাবু (১৮) ও সাহাবুদ্দিন সাবু (১৪)। 

বুধবার বিকেল ৫টার দিকে উত্তর বাড্ডা সাতারকুল রোডের রহমত উল্লাহ গার্মেন্টসের সামনের একটি দোকানে তিন ভাইকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তিনজনকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন বলে জানান আজকের পত্রিকার ঢামেক প্রতিনিধি। 

জানা গেছে, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানির কথা-কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তাঁর দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে তিনজন আহত হয়। তাঁদের ঢামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল। 

নিহতের আরেক ভাই মো. রাসেল জানান, উত্তর বাড্ডা সাতারকুল রোডে তাঁদের বরিশাল রাইস মিল নামে দোকান রয়েছে। তাঁরা চার ভাই সেই দোকানে বসেন। পাশেই সামিউল ইসলাম নামের আরেক ব্যক্তির দোকান আছে। একই মালিকের দুই দোকান। দোকানের ছাদে রাজমিস্ত্রিরা কাজ করছিল। দুই দোকানের অর্ধেক অর্ধেক টাকা দেওয়ার কথা ছিল। কাজ শেষে পাশের দোকানদার সামিউল সাইফুলের কাছে টাকা চাইতে যান। এ সময় সামিউলের ভাইয়ের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুলের চোখে মসলার গুঁড়া ছুড়ে মারেন সামিউল এবং সাইফুলকে ছুরিকাঘাত করেন। পরে দুই ভাই আল আমিন ও সাহাবুদ্দিন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন। 

রাসেল জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার সাহেবের হাট এলাকায়। বর্তমানে উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় থাকেন তাঁরা। বাবা আব্দুল খালেক গ্রামের বাড়িতে থাকেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুই ভাইয়ের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উত্তর বাড্ডা মনপুরা স্কুলের সঙ্গে পাশাপাশি দুই দোকানের কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে এক ভাই মারা গেছে। দুই ভাই আহত হয়েছে। ঘটনার পরপরই হাতেনাতে অপর দোকানদার ও তাঁর দুই ছেলেকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত