নিজস্ব প্রতিবেদক ঢাকা
পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টির মধ্যেই রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়েছে সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় অবস্থান নেয় তারা। এ সময় তাদের পরনে স্কুল ড্রেস আর মুখে কালো কাপড় বাঁধা ছিল।
নিরাপদ সড়কের ১১ দফা দাবিতে বেশ কয়েক দিন ধরে রামপুরা এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে গত বৃহস্পতিবার পুলিশি বাধার পর থেকে একের পর এক কর্মসূচি দিয়ে আসছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লাল কার্ড প্রদর্শন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আন্দোলনকারীরা।
আজকের কর্মসূচি শেষে করার আগে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বৈরী আবহাওয়ার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
এ সময় সোহাগী সামিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আমরা আগামীকাল কোনো কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি আরও কয়েক দিন এ রকম বৈরী আবহাওয়া থাকবে। যত দিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকবে তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে আমরা আবার কর্মসূচি চালিয়ে যাব। তবে এ ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আছে। একটি হচ্ছে মঈনুদ্দীনের স্কুল থেকে নাঈমের কলেজ পর্যন্ত সাইকেল র্যালি করব। পরে নাঈমের কলেজে গিয়ে আমরা মোমবাতি প্রজ্বালন করব। অপরটি হচ্ছে আমরা ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি সমাবেশ করব।’
আজকের মানববন্ধনের বিষয়ে বলেন, ‘এই যে এতগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন বরাবরই নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নীরবতার প্রতিবাদে আমরা আজ মুখে কালো কাপড় বেঁধে নীরব আন্দোলন পালন করছি।’
আজ শিক্ষার্থীরা কেন কালো কাপড় মুখে বেঁধে নেমেছে—এমন প্রশ্নের উত্তরে সোহাগী সামিয়া বলেন, আজ পর্যন্ত সড়কে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি শোক প্রকাশ করার জন্য আমরা কালো কাপড় বেঁধেছি। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের নীরব ভূমিকায় প্রতিবাদে আমরা আন্দোলন করছি।’
আন্দোলনে নেতৃত্ব দেওয়া খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমাদের যে ১১ দফা দাবি আছে, তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের আন্দোলন কারও বিপক্ষে নয়। আমরা সবার হয়ে এই আন্দোলন করছি।’
সামিয়া বলেন, অথচ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এসব অপপ্রচার করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আরও চালিয়ে যাব।’
পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টির মধ্যেই রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়েছে সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় অবস্থান নেয় তারা। এ সময় তাদের পরনে স্কুল ড্রেস আর মুখে কালো কাপড় বাঁধা ছিল।
নিরাপদ সড়কের ১১ দফা দাবিতে বেশ কয়েক দিন ধরে রামপুরা এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে গত বৃহস্পতিবার পুলিশি বাধার পর থেকে একের পর এক কর্মসূচি দিয়ে আসছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লাল কার্ড প্রদর্শন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আন্দোলনকারীরা।
আজকের কর্মসূচি শেষে করার আগে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বৈরী আবহাওয়ার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
এ সময় সোহাগী সামিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আমরা আগামীকাল কোনো কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি আরও কয়েক দিন এ রকম বৈরী আবহাওয়া থাকবে। যত দিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকবে তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে আমরা আবার কর্মসূচি চালিয়ে যাব। তবে এ ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আছে। একটি হচ্ছে মঈনুদ্দীনের স্কুল থেকে নাঈমের কলেজ পর্যন্ত সাইকেল র্যালি করব। পরে নাঈমের কলেজে গিয়ে আমরা মোমবাতি প্রজ্বালন করব। অপরটি হচ্ছে আমরা ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি সমাবেশ করব।’
আজকের মানববন্ধনের বিষয়ে বলেন, ‘এই যে এতগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন বরাবরই নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নীরবতার প্রতিবাদে আমরা আজ মুখে কালো কাপড় বেঁধে নীরব আন্দোলন পালন করছি।’
আজ শিক্ষার্থীরা কেন কালো কাপড় মুখে বেঁধে নেমেছে—এমন প্রশ্নের উত্তরে সোহাগী সামিয়া বলেন, আজ পর্যন্ত সড়কে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি শোক প্রকাশ করার জন্য আমরা কালো কাপড় বেঁধেছি। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের নীরব ভূমিকায় প্রতিবাদে আমরা আন্দোলন করছি।’
আন্দোলনে নেতৃত্ব দেওয়া খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমাদের যে ১১ দফা দাবি আছে, তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের আন্দোলন কারও বিপক্ষে নয়। আমরা সবার হয়ে এই আন্দোলন করছি।’
সামিয়া বলেন, অথচ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এসব অপপ্রচার করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আরও চালিয়ে যাব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী রক্ষার আন্দোলন শুধু সম্পদ রক্ষার আন্দোলন ছিল না। এই আন্দোলন এই অঞ্চলের মানুষের জমি, তাদের বসতবাড়ি, কৃষি ও পানিসম্পদ, জীবন-জীবিকা ধ্বংস করে যে প্রকল্প হয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আরিফ হোসেন বাঁধন (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন সয়ার ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মদন আলির ছেলে শাহজালাল (২৯)।
১৮ মিনিট আগে