Ajker Patrika

একটা দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা পা টেনে ধরছেন: যুক্তরাষ্ট্রকে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটা দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা পা টেনে ধরছেন: যুক্তরাষ্ট্রকে কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, একটা দেশ (বাংলাদেশ) এগিয়ে যাচ্ছে, আপনারা তাঁদের পা টেনে ধরছেন। আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তাতে হয়তো বাংলাদেশের ক্ষতি হতে পারে তাই পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। 

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক সভায় সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও কয়েকজন কর্মকর্তার প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, সংসদ সদস্য এম. এস ফরিদা খানম, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আহ্বায়ক ড. মো. ফজলে আলী প্রমুখ। 

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের র‍্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন এটা অন্যায় এবং ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। বিনীতভাবে বলছি, আমরা কোন হিউম্যান রাইটসকে ভায়োলেট করিনি। র‍্যাব দায়িত্বশীল ভূমিকা রেখেছে। ধর্মীয় জঙ্গিদের মোকাবিলা করার জন্য র‍্যাব যে সফলতা দেখিয়েছে তা সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ। 
 
সরকারের এই মন্ত্রী বলেন, বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র বানানোর জন্য যারা চেষ্টা করছে, তাঁদের আমরা যেভাবে মোকাবিলা করেছি তাছাড়া পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। তা করতে গিয়ে আমাদের অনেক কৌশল ব্যবহার করতে হয়েছে। এই দেশ গণতান্ত্রিক দেশ। একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি এবং সংবিধানের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত