নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।
এর আগে, সোমবার বিকেলে নরসিংদী পৌর এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের ড্রাইভার ও দুই হেলপার কিশোরীর মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে ধর্ষণ করে, মুখ বাধা অবস্থায় ফেলে যায়।
পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে।
নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।
এর আগে, সোমবার বিকেলে নরসিংদী পৌর এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের ড্রাইভার ও দুই হেলপার কিশোরীর মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে ধর্ষণ করে, মুখ বাধা অবস্থায় ফেলে যায়।
পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে।
কুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৭ মিনিট আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
১৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
২৮ মিনিট আগেঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩২ মিনিট আগে