নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম থেকে শিশুকন্যা তাইবাকে (৮) নিজের হেফাজতে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা তোফাজ্জল হোসেন। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। তবে শিশুকন্যাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে গত ২৪ মার্চ এ মামলা করেন বাবা। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি করা হয়। আদালত মিল্টন সমাদ্দারকে শিশুকন্যাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে থাকায় এবং আশ্রমের দায়িত্ব শামসুল হক ফাউন্ডেশন নেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী হাসান আল জাবির তালুকদার সানি বলেন, আবার নতুন করে নোটিশ জারি করতে হবে। নোটিশ জমা দেওয়ার পর আদালত আদেশ দেবেন।
আইনজীবী আরও জানান, মামলা করার পর বাবা এবং সন্তানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিবাদীদের শিশুটিকে আজ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার জেলে এবং বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্বে থাকায় ডিএনএ পরীক্ষা হয়নি। আর এ কারণে শিশু তাইবাকেও আদালতে হাজির করা হয়নি।
তাইবাকে হাজির করতে শামসুল হক ফাউন্ডেশনকে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত হাজির করার তারিখ পরে ধার্য করবেন।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদী ২০১২ সালের ১৬ নভেম্বর মোসা. সুরমা আক্তারকে বিয়ে করেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর কন্যা তাইবার জন্ম হয়। স্ত্রী অসুস্থ অবস্থায় ২০১৯ সালের ১১ নভেম্বর তাইবা হারিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি স্ত্রী মারা যান। পরে বাদী চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মেয়েকে দেখতে পান।
এরপর ২০২৩ সালের ৪ মে বিবাদীর কাছে গিয়ে কন্যাকে চিহ্নিত করেন। ২০২৩ সালের ১৮ আগস্ট বিবাদীরা কন্যাকে ফেরত দিতে অস্বীকার করেন। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে কন্যাকে ফেরত দিতে লিগ্যাল নোটিশ দেন বাদী তোফাজ্জল হোসেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই আদালতের শরণাপন্ন হয়েছেন।
উল্লেখ্য, ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন–
মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম থেকে শিশুকন্যা তাইবাকে (৮) নিজের হেফাজতে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা তোফাজ্জল হোসেন। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। তবে শিশুকন্যাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে গত ২৪ মার্চ এ মামলা করেন বাবা। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি করা হয়। আদালত মিল্টন সমাদ্দারকে শিশুকন্যাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে থাকায় এবং আশ্রমের দায়িত্ব শামসুল হক ফাউন্ডেশন নেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী হাসান আল জাবির তালুকদার সানি বলেন, আবার নতুন করে নোটিশ জারি করতে হবে। নোটিশ জমা দেওয়ার পর আদালত আদেশ দেবেন।
আইনজীবী আরও জানান, মামলা করার পর বাবা এবং সন্তানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিবাদীদের শিশুটিকে আজ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার জেলে এবং বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্বে থাকায় ডিএনএ পরীক্ষা হয়নি। আর এ কারণে শিশু তাইবাকেও আদালতে হাজির করা হয়নি।
তাইবাকে হাজির করতে শামসুল হক ফাউন্ডেশনকে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত হাজির করার তারিখ পরে ধার্য করবেন।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদী ২০১২ সালের ১৬ নভেম্বর মোসা. সুরমা আক্তারকে বিয়ে করেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর কন্যা তাইবার জন্ম হয়। স্ত্রী অসুস্থ অবস্থায় ২০১৯ সালের ১১ নভেম্বর তাইবা হারিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি স্ত্রী মারা যান। পরে বাদী চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মেয়েকে দেখতে পান।
এরপর ২০২৩ সালের ৪ মে বিবাদীর কাছে গিয়ে কন্যাকে চিহ্নিত করেন। ২০২৩ সালের ১৮ আগস্ট বিবাদীরা কন্যাকে ফেরত দিতে অস্বীকার করেন। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে কন্যাকে ফেরত দিতে লিগ্যাল নোটিশ দেন বাদী তোফাজ্জল হোসেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই আদালতের শরণাপন্ন হয়েছেন।
উল্লেখ্য, ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন–
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৬ মিনিট আগে