ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে অরুণ তরফদার (৪৭) নামের ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
অরুণ তরফদার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় জানান, গ্রামের কৃষকেরা ফসলের মাঠে যাবার সময় নিহতের বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারকে জানায়।
নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে।
তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী অমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব-অনটন ও কলহ লেগে থাকত। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।
মানিকগঞ্জের ঘিওরে অরুণ তরফদার (৪৭) নামের ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
অরুণ তরফদার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় জানান, গ্রামের কৃষকেরা ফসলের মাঠে যাবার সময় নিহতের বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারকে জানায়।
নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে।
তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী অমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব-অনটন ও কলহ লেগে থাকত। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
১ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৩ মিনিট আগে