Ajker Patrika

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক বিউটি খাতুন (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিউটি খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বিউটি আজ সকালে ভাড়া বাসা থেকে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। পথে তিনি ঢাকা-বাইপাস সড়ক পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী একটি বাসের ইঞ্জিনের (আসন ছাড়া বাসের বডি) সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত