Ajker Patrika

অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২: ৪০
অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় আব্দুল কাদের (৪০) নামের এক চালক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকার একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। স্ত্রী নাজমা ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন।

গ্যারেজ মালিক মো. লিটন জানান, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন কাদের। শরীর ভেজা অবস্থায় গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে গ্যারেজে বিদ্যুতায়িত হন এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত