Ajker Patrika

বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২  

প্রতিনিধি
বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২  

বাগেরহাট বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় উভয় ট্রাকে থাকা আরও দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ট্রাক চালক আমিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আহতদের মধ্যে সিরাজুল ইসলাম নামের একজনের পরিচয় পাওয়া গিয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, মোল্লাহাট থেকে কাটাখালী গামী সিমেন্টবাহী একটি ট্রাক পালেরহাট নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খেজুরবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খেজুরবাহী ট্রাকের চালক আমিরুল ইসলাম নিহত হয়। এসময় আরও দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তালেবান কর্মীরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত