Ajker Patrika

মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো সামনে নিয়ে সরকার সব পরিকল্পনা গ্রহণ করেছে: রেলমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৫: ১৪
মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো সামনে নিয়ে সরকার সব পরিকল্পনা গ্রহণ করেছে: রেলমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো সামনে নিয়ে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘শতবর্ষে মিলনমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘আমরা ওয়েলফেয়ার-জাতীয় কিছু পদক্ষেপ নিতে পারি। এর জন্য প্রয়োজন ফান্ড। ফান্ডের নিরাপত্তা ও স্বচ্ছতাও প্রয়োজন। এই বিষয়গুলো সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী দিনের দেশকে এগিয়ে নিতে কী কী কাজ করতে পারে এবং নতুন প্রজন্মকে কীভাবে উদ্বুদ্ধ করতে পারে সে বিষয়ে আমাদের চিন্তা থাকতে হবে।’

সবার ওপরে আমাদের দেশ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের একটা স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গঠনের। সেই লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার সব পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনের জন্য, দেশের মানুষকে যাতে স্বস্তির মধ্য দিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটি টেকসই উন্নয়ন দিতে পারি, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে আগামী দিনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও আগামী প্রজন্মকে সুশৃঙ্খল দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গঠন করতে ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহীদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাদুর ব্যাপারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফজল মীর।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দর্শন। তিনি সবাইকে নিয়েই আনন্দ উদ্‌যাপন করতেন, শুধু কষ্ট ভোগ করতেন নিজে এককভাবে।’ আর্থিকভাবে অসচ্ছল হলের শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলায় এবং তাঁদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসার জন্য বৃত্তি প্রদানসহ কিছু ট্রাস্ট ফান্ড গঠন করতে উপাচার্য হল অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাদুর ব্যাপারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত