Ajker Patrika

পুলিশের বিরুদ্ধে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীনকে হেনস্তার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭: ৩৪
পুলিশের বিরুদ্ধে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীনকে হেনস্তার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে রাজধানীর হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে হেনস্তা করা পুলিশের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন লিখেন, ‘তোরা প্রথমে স্টুডেন্ট পেটাবি, ভ্যানে তুলে নিবি, তারপর আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলবি, দেশ কি মঘের মুল্লুক নাকি?’ 

ওয়াসি মাহাদী চৌধুরী নামে একজন ফেসবুকে লিখেন, ‘ঢাবি শিক্ষকের গায়ে হাত পুরো শিক্ষক সমাজের ওপর হাত, এখনো যদি কোনো শিক্ষক বসে থাকে, তাকে শিক্ষক মানি না।’

Du-teacher2এ বিষয়ে জানতে চাইলে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ‘হাইকোর্ট এলাকায় একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। আমি ও আরেকজন নুসরাত জাহান গিয়ে বাধা দিই। পুলিশকে বললাম তার অপরাধ কী? পুলিশ বলল, তাকে চেক করবে। তখন আমি পুলিশকে বলি চেক করার থাকলে এখানে করেন। আমাদের ব্যাগ, ফোন চেক করেন। পুলিশ তখন বারবার বলছিল, আমি কিন্তু বলপ্রয়োগ করব। এরপর পুলিশ ধস্তাধস্তি করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ওই শিক্ষার্থীর হাত শক্ত করে ধরে রাখছিলাম। তখন একজন পুলিশ আমার হাত ধরে মুচড়ে দেয় ও আমাকে ধাক্কা দেয়। হাত মুচড়ে দেওয়াতে হাতে একটু বেশি ব্যথা পেয়েছি, আর বলার মতো শক্তি আমার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত