Ajker Patrika

সিরাজুল আলম খানের অবস্থা সংকটাপন্ন

আপডেট : ০১ জুন ২০২৩, ২৩: ১৬
সিরাজুল আলম খানের অবস্থা সংকটাপন্ন

রাজনীতির ‘রহস্যপুরুষ’ হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের (দাদাভাই) অবস্থা সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তাঁকে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই মো. ফেরদৌস আলম খান। 

ফেরদৌস আলম খান জানান, গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। এত দিন কেবিনে ছিলেন। দুই দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। আজ বৃহস্পতিবার শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় পৌঁছালে তাঁর চিকিৎসকেরা আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। এরপরেই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তিনি মূলত বার্ধক্যজনিত জটিলতায় (জেরিয়ার্টিক) ভুগছেন।’

সিরাজুল আলম খানের পরিবার ও শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক সুস্থতার এবং দ্রুত আরোগ্য প্রাপ্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত