নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইট-পাথরের এই যান্ত্রিক শহরে ব্যস্ততাকে সঙ্গী করে ছুটছে সবাই। একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে থেকেও কারও সঙ্গে কারও পরিচয় নেই। ডিজিটাল ডিভাইসে বুঁদ হয়ে থাকা শিশু-কিশোরেরাও হারাচ্ছে তাদের সোনালি শৈশব। বড়দের স্মৃতি রোমন্থন আর ছোটদের শৈশবের স্বাদ দিতে রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হয়ে গেল পাড়া উৎসব।
আজ শুক্রবার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ৩ নম্বর সড়কে পাড়া উৎসবের আয়োজন করে বারিধারা সোসাইটি, হিরোস ফর অল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টায় শুরু হওয়া এই উৎসব শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার সময়। এতে বারিধারার বাসিন্দা ছাড়াও দেশি-বিদেশি অনেক দর্শনার্থী অংশ নেন।
বারিধারার এই পাড়া উৎসবে এসে খোশগল্পে মেতেছিলেন ষাটোর্ধ্ব তিন নারী। জাহানারা মন্তাজ, আয়েশা মাজিদ ও রুপা খান। তাঁরা তিনজনই ঢাকার ভিকারুননিসা নূন স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন।
সাবেক শিক্ষক রুপা খান আজকের পত্রিকাকে বলেন, ‘উৎসবে এসে বান্ধবীদের সঙ্গে দারুণ সময় পার করছি। আর সোনালি শৈশবের স্মৃতিচারণা করছি। ছোটবেলায় বায়োস্কোপ ও পুতুল নাচ দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। এ যুগের শিশু-কিশোরেরা তো এসব দেখেনি, পাড়া উৎসবে তাদের দেখিয়ে শৈশবের গল্প বলতে পারি।’
বাবা মোশারফ খানের হাত ধরে উৎসবে এসেছে ছয় বছর বয়সী ছেলে জাহরার খান ফিদেল। বাবা মোশারফ খান বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছেলেকে এই উৎসবে এনেছি।’
পাড়া উৎসবে অংশ নেওয়া স্টলের সংখ্যা ৪৫। এতে খাবার, পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। একটি স্টলে দর্শনার্থীদের কার্টুন এঁকে দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চার শিক্ষার্থী। তাঁদের একজন কিশোলয় রায় স্বচ্ছ বলেন, ‘সিঙ্গেল ও ফ্যামিলি কার্টুন এঁকে দিচ্ছি। সবাই খুব আগ্রহ নিয়েই আমাদের স্টলে আসছে।’
‘প লাইফ কেয়ার’ স্টল নিয়ে উৎসবে হাজির হয়েছেন প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারজানা আলম শম্পা। তিনি তাঁর প্রতিষ্ঠানের সেবাগুলো দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন। ফারজানা বলেন, দূরে কোথাও বেড়াতে গেলে ‘প লাইফ কেয়ারে’ নির্দিষ্ট ফি দিয়ে পালিত কুকুর-বেড়াল রেখে যাওয়া যায়। এ ছাড়া ‘প্যাট আ পেট’ নামে ক্যাফে রয়েছে, যেখানে পোষা পশু নিয়ে খেতে যাওয়া যায়।
পাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি দর্শনার্থীদের সঙ্গে নিয়ে দাবা ও ক্যারম বোর্ড খেলায় অংশ নেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে উপভোগ করেন লাঠিখেলা, বায়োস্কোপ ও বাউল গান।
ডিএনসিসি মেয়র বলেন, ‘আজকে শুধু গান হবে, ইচ্ছেমতো ফান হবে। আমরা সব সময় ব্যস্ত থাকি আমাদের মোবাইল ফোনে। বাসার ওপরে থাকি, নিচে কে থাকে চিনতে পারি না। পাড়া উৎসবে অন্যের সঙ্গে যোগাযোগ তৈরি করব, একে অন্যকে চিনব।’
বারিধারায় এবার তৃতীয়বারের মতো পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সমন্বয়ক রেহনুমা করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলায় আমরা মেলায় অংশ নিতাম। এখন সেসব মেলা আর হয় না। একই পাড়ায় থেকে কারও সঙ্গে কারও যোগাযোগ নেই। অতি যান্ত্রিকতায় শিশু-কিশোরেরা হতাশায় ভুগছে। পরস্পরের মেলবন্ধন বাড়াতে আমরা ২০১৯ সালে প্রথম পাড়া উৎসব করি, দ্বিতীয়বার হয় ২০২২ সালে। আমরা চাই এই উৎসব দেশের আনাচে-কানাচে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুক।’
ইট-পাথরের এই যান্ত্রিক শহরে ব্যস্ততাকে সঙ্গী করে ছুটছে সবাই। একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে থেকেও কারও সঙ্গে কারও পরিচয় নেই। ডিজিটাল ডিভাইসে বুঁদ হয়ে থাকা শিশু-কিশোরেরাও হারাচ্ছে তাদের সোনালি শৈশব। বড়দের স্মৃতি রোমন্থন আর ছোটদের শৈশবের স্বাদ দিতে রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হয়ে গেল পাড়া উৎসব।
আজ শুক্রবার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ৩ নম্বর সড়কে পাড়া উৎসবের আয়োজন করে বারিধারা সোসাইটি, হিরোস ফর অল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টায় শুরু হওয়া এই উৎসব শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার সময়। এতে বারিধারার বাসিন্দা ছাড়াও দেশি-বিদেশি অনেক দর্শনার্থী অংশ নেন।
বারিধারার এই পাড়া উৎসবে এসে খোশগল্পে মেতেছিলেন ষাটোর্ধ্ব তিন নারী। জাহানারা মন্তাজ, আয়েশা মাজিদ ও রুপা খান। তাঁরা তিনজনই ঢাকার ভিকারুননিসা নূন স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করেছেন।
সাবেক শিক্ষক রুপা খান আজকের পত্রিকাকে বলেন, ‘উৎসবে এসে বান্ধবীদের সঙ্গে দারুণ সময় পার করছি। আর সোনালি শৈশবের স্মৃতিচারণা করছি। ছোটবেলায় বায়োস্কোপ ও পুতুল নাচ দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। এ যুগের শিশু-কিশোরেরা তো এসব দেখেনি, পাড়া উৎসবে তাদের দেখিয়ে শৈশবের গল্প বলতে পারি।’
বাবা মোশারফ খানের হাত ধরে উৎসবে এসেছে ছয় বছর বয়সী ছেলে জাহরার খান ফিদেল। বাবা মোশারফ খান বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছেলেকে এই উৎসবে এনেছি।’
পাড়া উৎসবে অংশ নেওয়া স্টলের সংখ্যা ৪৫। এতে খাবার, পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। একটি স্টলে দর্শনার্থীদের কার্টুন এঁকে দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চার শিক্ষার্থী। তাঁদের একজন কিশোলয় রায় স্বচ্ছ বলেন, ‘সিঙ্গেল ও ফ্যামিলি কার্টুন এঁকে দিচ্ছি। সবাই খুব আগ্রহ নিয়েই আমাদের স্টলে আসছে।’
‘প লাইফ কেয়ার’ স্টল নিয়ে উৎসবে হাজির হয়েছেন প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারজানা আলম শম্পা। তিনি তাঁর প্রতিষ্ঠানের সেবাগুলো দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন। ফারজানা বলেন, দূরে কোথাও বেড়াতে গেলে ‘প লাইফ কেয়ারে’ নির্দিষ্ট ফি দিয়ে পালিত কুকুর-বেড়াল রেখে যাওয়া যায়। এ ছাড়া ‘প্যাট আ পেট’ নামে ক্যাফে রয়েছে, যেখানে পোষা পশু নিয়ে খেতে যাওয়া যায়।
পাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি দর্শনার্থীদের সঙ্গে নিয়ে দাবা ও ক্যারম বোর্ড খেলায় অংশ নেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে উপভোগ করেন লাঠিখেলা, বায়োস্কোপ ও বাউল গান।
ডিএনসিসি মেয়র বলেন, ‘আজকে শুধু গান হবে, ইচ্ছেমতো ফান হবে। আমরা সব সময় ব্যস্ত থাকি আমাদের মোবাইল ফোনে। বাসার ওপরে থাকি, নিচে কে থাকে চিনতে পারি না। পাড়া উৎসবে অন্যের সঙ্গে যোগাযোগ তৈরি করব, একে অন্যকে চিনব।’
বারিধারায় এবার তৃতীয়বারের মতো পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সমন্বয়ক রেহনুমা করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলায় আমরা মেলায় অংশ নিতাম। এখন সেসব মেলা আর হয় না। একই পাড়ায় থেকে কারও সঙ্গে কারও যোগাযোগ নেই। অতি যান্ত্রিকতায় শিশু-কিশোরেরা হতাশায় ভুগছে। পরস্পরের মেলবন্ধন বাড়াতে আমরা ২০১৯ সালে প্রথম পাড়া উৎসব করি, দ্বিতীয়বার হয় ২০২২ সালে। আমরা চাই এই উৎসব দেশের আনাচে-কানাচে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুক।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে