Ajker Patrika

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৪: ৪০
গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে বাসে ওঠার সময় একটি কাভার্ডভ্যান চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. সফিক নূর (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি শ্রীপুর এলাকায় মাছের ব্যবসা করতেন। আটককৃত কাভার্ডভ্যান চালক জাহিদুল ইসলাম (২৪) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চরসিমলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, নিহত ব্যক্তি মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি বাস কাছাকাছি পৌঁছামাত্র তিনি বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এসে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান ও চালককে আটকায়। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়। 

মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক আটক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত