Ajker Patrika

পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

জানা যায়, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধৃত রাখা হয়েছে ৪১ লাখ ৩১ হাজার টাকা। 

এ বিষয়ে পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বাতি, ড্রেনেজ ও রাস্তাঘাট উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যয়ের খাত এবং তিনটি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে আয়ের খাত দেখিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। সকলের সহযোগিতায় এ বাজেট বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার, প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নাছরিন আক্তার প্রিয়া, উম্মে কুলসুম, আফরোজা খাতুন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, হাছান মামুন, রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাসেল ও নাছির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত