Ajker Patrika

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২: ০৫
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু রিয়াদের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে ঝালকান্দি সেতুর নিচের নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। গতকাল শনিবার সকাল ৭টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিয়াদ। 

রিয়াদ (৯) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে।

হালিম মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার সকাল ৭টার দিকে নদে ভাসমান অবস্থায় ঝালকান্দি সেতুর নিচে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত