Ajker Patrika

উত্তরখানে কর্মস্থলে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তারের পর যুবক কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ১৯: ৪৯
উত্তরখানে কর্মস্থলে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তারের পর যুবক কারাগারে

রাজধানীর উত্তরখানে কর্মস্থলে এক কিশোরী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাকিল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মো. শাকিলকে উত্তরখান থানা-পুলিশ আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়। 

এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে উত্তরখান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে মামলা করলে আসামি শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। 

কারাগারে থাকা শাকিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি গ্রামের মৃত মাসুদ খানের ছেলে। বর্তমানে উত্তরখান পুরাতনপাড়ার বিএইচখান স্কুলসংলগ্ন শিবলীর বাড়িতে ভাড়া থাকেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোল্ডিং ম্যান হিসেবে চাকরি করে। আসামি শাকিলও একই গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে চাকরি করেন। সেই সুবাদে তাদের পরিচয়। গত রোববার রাত ৯টার দিকে ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেন শাকিল। কিশোরী রাজি না হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ফ্যাক্টরির নিচতলার একটি টিনশেড রুমে কিশোরীকে ধর্ষণ করেন তিনি।
 
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে ফোন আসে, একটি মেয়েকে একটি ছেলে ধর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে মোবাইল টিম পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আসামি শাকিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, ‘শাকিলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে মেয়েটিকে একা পেয়ে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত