উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরখানে কর্মস্থলে এক কিশোরী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাকিল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মো. শাকিলকে উত্তরখান থানা-পুলিশ আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়।
এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে উত্তরখান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে মামলা করলে আসামি শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে থাকা শাকিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি গ্রামের মৃত মাসুদ খানের ছেলে। বর্তমানে উত্তরখান পুরাতনপাড়ার বিএইচখান স্কুলসংলগ্ন শিবলীর বাড়িতে ভাড়া থাকেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোল্ডিং ম্যান হিসেবে চাকরি করে। আসামি শাকিলও একই গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে চাকরি করেন। সেই সুবাদে তাদের পরিচয়। গত রোববার রাত ৯টার দিকে ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেন শাকিল। কিশোরী রাজি না হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ফ্যাক্টরির নিচতলার একটি টিনশেড রুমে কিশোরীকে ধর্ষণ করেন তিনি।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে ফোন আসে, একটি মেয়েকে একটি ছেলে ধর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে মোবাইল টিম পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আসামি শাকিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, ‘শাকিলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে মেয়েটিকে একা পেয়ে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’
রাজধানীর উত্তরখানে কর্মস্থলে এক কিশোরী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাকিল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মো. শাকিলকে উত্তরখান থানা-পুলিশ আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়।
এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে উত্তরখান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে মামলা করলে আসামি শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে থাকা শাকিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি গ্রামের মৃত মাসুদ খানের ছেলে। বর্তমানে উত্তরখান পুরাতনপাড়ার বিএইচখান স্কুলসংলগ্ন শিবলীর বাড়িতে ভাড়া থাকেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোল্ডিং ম্যান হিসেবে চাকরি করে। আসামি শাকিলও একই গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে চাকরি করেন। সেই সুবাদে তাদের পরিচয়। গত রোববার রাত ৯টার দিকে ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেন শাকিল। কিশোরী রাজি না হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ফ্যাক্টরির নিচতলার একটি টিনশেড রুমে কিশোরীকে ধর্ষণ করেন তিনি।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে ফোন আসে, একটি মেয়েকে একটি ছেলে ধর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে মোবাইল টিম পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আসামি শাকিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, ‘শাকিলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে মেয়েটিকে একা পেয়ে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেসকালের দিকেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আইনজীবী বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার জন্য গেলেও তিনি জানান, আদালতের প্রতি তাঁর আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এ জন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এই ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়া
২ ঘণ্টা আগেবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার ৪টি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে