Ajker Patrika

দুই বছরে ১২৮ বার বিদেশে যান জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছরে ১২৮ বার  বিদেশে যান জাহাঙ্গীর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ জাহাঙ্গীর গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সোমবার ভোরে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওঠার আগে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন তিন কোটি টাকার স্বর্ণসহ মাহিন উদ্দিন নামে সৌদি আরব-ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে জাহাঙ্গীর গাজীকে আটক করা হয়। প্রথমে তাঁর শরীর তল্লাশি করে ৫০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। এরপর লাগেজ তল্লাশি করে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের আড়াই কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, জাহাঙ্গীর গাজীর বাড়ি মুন্সিগঞ্জ। তিনি কাপড়ের ব্যবসা করতেন। পরে তিনি লাগেজসুবিধা ব্যবহার করে ব্যবসার আড়ালে বিদেশে অর্থ পাচারসহ অপরাধমূলক-কাণ্ডে জড়িয়ে পড়েন। প্রতি মাসে একাধিকবার তাঁর বিদেশ যাতায়াতের রেকর্ড রয়েছে।

বিমানবন্দরের কাস্টম হাউসের কর্মকর্তারা বলেন, বেলা সাড়ে ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মাহিন উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে আনা হয়। তাঁর হাতে থাকা কালো রঙের একটি হাতব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ৩৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়। মাহিনের গ্রামের বাড়ি কুমিল্লা। উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় তিন কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন পুলিশকে বলেন, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তাঁর কাছে গোল্ডবারের ব্যাগটি দেন। শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করে একজন তাঁর কাছ থেকে গোল্ডবার নিয়ে যাবে বলে তাঁকে বলা হয়েছিল। যিনি স্বর্ণের বার নেবেন তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি মাহিন। ওই ব্যক্তির কোনো মোবাইল নম্বরও তাঁর কাছে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত