মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’
পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে