রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৩৮ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪১ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে