Ajker Patrika

রাজধানীর বনশ্রীর বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬: ৩৯
রাজধানীর বনশ্রীর বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এনজেলা খান পাপিয়া (স্বপ্না) (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় খাটের ওপর পড়ে ছিল। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও থানার পুলিশ দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৯ নম্বর রোডের একটি সাততলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ বনশ্রীর একটি সাততলা বাড়ির সাততলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি খাটের ওপর শায়িত অবস্থায় ছিল। তখন তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর বাম হাতে ব্লেড দিয়ে কাটা জখম রয়েছে। 

এসআই বলেন, ওই বাসায় উজ্জ্বল ব্যাপারী নামে এক ছেলের সঙ্গে স্বামী পরিচয়ে ভাড়ায় উঠেছিলেন স্বপ্না। গত রাতে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করে পালিয়েছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

এসআই জানান, মৃতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় পৌঁছালে মামলা দায়ের করা হবে। পলাতক উজ্জ্বলকে আটকের চেষ্টা চলছে। 

এদিকে মৃত স্বপ্নার ভাই মো. কাওছার বলেন, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মশাজান গ্রামে। বাবার নাম নিজাম উদ্দিন। তাঁর বোন স্বপ্না একটি পারলারে কাজ করতেন। গত তিন মাস আগে টাঙ্গাইল গিয়েছিলেন তিনি। তবে প্রতিদিন একবার করে মোবাইলে কথা হতো তাঁর সঙ্গে। উজ্জ্বলকে আগে থেকেই চিনতেন তিনি। কিন্তু বিয়ের বিষয়টি তাঁদের অজানা ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে স্বপ্না ছিলেন দ্বিতীয়। 

কাওছার আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঢাকায় এসেছি। আমার বোনকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন তাঁকে হত্যা করা হলো, এখনো কিছুই জানতে পারিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত