Ajker Patrika

আনসার আল ইসলামের আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ৪০
আনসার আল ইসলামের আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার 

দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করা এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম মাহবুবুর রহমান ওরফে মাহাবুব (৩৮)। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাহবুবের বিরুদ্ধে ২০১৩ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ আঞ্চলিক কমান্ডার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ। গ্রেপ্তার মাহাবুব বেগমগঞ্জ চৌরাস্তার মোড়ে ফটোকপির দোকান চালাতেন। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করে আসছিলেন। আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গোপন বৈঠকসহ তাদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছিল। পাশাপাশি দেশে নিষিদ্ধ সংগঠনের প্রচার-প্রচারণা কীভাবে চালানো যায় তার পরিকল্পনা করার জন্য মাহাবুবের নেতৃত্বে প্রতি মাসে গোপন জায়গায় বৈঠক হতো। মাহাবুব নিজেকে নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলামের’ নোয়াখালী জেলার আঞ্চলিক শাখা কমান্ডার হিসেবে দাবি করতেন। 

পুলিশ সুপার আসলাম আরও জানান, মাহাবুবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ২০১৩ সালের মে মাসে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত