Ajker Patrika

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে দেওয়া হবে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী অনিতা পরিবহনের একটি বাস আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এ সময় দাঁড়িয়ে থাকা পল্লিবিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে এই বাসের ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লিবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে পড়ায় ফরিনা বেগম ও মুগনী নিহত হন। এই ঘটনায় ঘটনায় দুই যাত্রী অল্প আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত