Ajker Patrika

বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৪৪
বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার দুজনকে গ্রেপ্তার করা হয়।

১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান। 

আনোয়ার শহীদ গম গবেষণাকেন্দ্রে ১৯৭৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে পরিচালক পদমর্যাদায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল জয়দেবপুর থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং কোনো সন্তান না থাকায় তিনি তাঁর ছোট বোন ফেরদৌস সুলতানার সঙ্গে কল্যাণপুর থাকতেন। হত্যার পর তাঁর বোন বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রকল্পে অনিয়মের অভিযোগ: রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত