সাতদিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে সাধারণ দিনগুলোর মতই রাস্তায় বের হয়েছে মানুষ। গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি অটোরিকশা, মটরসাইকেল চলছে। রাইড শেয়ার বন্ধ ধাকায় রিকশা ও অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন বন্ধ করে অফিস-আদালত খোলা রাখায় সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ ও বিরক্ত।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী শফিকুল ইসলাম বলেন বলেন, লকডাউন দিলেও অফিস খোলা রয়েছে। সুতরাং অফিসে যেতেই হবে। গাড়ি বন্ধ থাকায় বাড়তি খরচ করে বাধ্য হয়ে রিকশায় যাচ্ছি।
গণপরিবহন না পেয়ে অনেকেই পিকআপ ভ্যানে করে ছুটছেন গন্তব্যস্থলে। ছোট্ট একটি পিকআপে গাদাগাদি করে উঠেছেন প্রায় ১৫-২০ জন। সেখানে স্বাস্থ্যবিধির কোনো মানার কোনো বালাই নেই।
অনেক অফিস অবশ্য নিজস্ব গাড়ির ব্যবস্থা করেছে। মালিবাগে কথা হয় গণমাধ্যমকর্মী নাহিদ সিরাজীর সঙ্গে । তিনি বলেন, অফিসের গাড়ির এসে নিয়ে যাওয়ার কথা। এ কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
এদিকে গণপরিবহন না পেয়ে আজ সোমবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন অফিস ও কর্মস্থলগামী মানুষ।। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
এ নিয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার চঞ্চল বিশ্বাস বলেন, অফিস ও কর্মস্থলগামী মানুষজন অবরোধ করেছিল। পরে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী পরিচালনার পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এই সাতদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারে এই সময় বের হওয়া যাবে।
গতকাল রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে করোনাভাইরাসে বিস্তারে রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সাতদিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে সাধারণ দিনগুলোর মতই রাস্তায় বের হয়েছে মানুষ। গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি অটোরিকশা, মটরসাইকেল চলছে। রাইড শেয়ার বন্ধ ধাকায় রিকশা ও অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন বন্ধ করে অফিস-আদালত খোলা রাখায় সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ ও বিরক্ত।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী শফিকুল ইসলাম বলেন বলেন, লকডাউন দিলেও অফিস খোলা রয়েছে। সুতরাং অফিসে যেতেই হবে। গাড়ি বন্ধ থাকায় বাড়তি খরচ করে বাধ্য হয়ে রিকশায় যাচ্ছি।
গণপরিবহন না পেয়ে অনেকেই পিকআপ ভ্যানে করে ছুটছেন গন্তব্যস্থলে। ছোট্ট একটি পিকআপে গাদাগাদি করে উঠেছেন প্রায় ১৫-২০ জন। সেখানে স্বাস্থ্যবিধির কোনো মানার কোনো বালাই নেই।
অনেক অফিস অবশ্য নিজস্ব গাড়ির ব্যবস্থা করেছে। মালিবাগে কথা হয় গণমাধ্যমকর্মী নাহিদ সিরাজীর সঙ্গে । তিনি বলেন, অফিসের গাড়ির এসে নিয়ে যাওয়ার কথা। এ কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
এদিকে গণপরিবহন না পেয়ে আজ সোমবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন অফিস ও কর্মস্থলগামী মানুষ।। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
এ নিয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার চঞ্চল বিশ্বাস বলেন, অফিস ও কর্মস্থলগামী মানুষজন অবরোধ করেছিল। পরে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী পরিচালনার পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এই সাতদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারে এই সময় বের হওয়া যাবে।
গতকাল রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে করোনাভাইরাসে বিস্তারে রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেচট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী পিকআপের সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
১ ঘণ্টা আগে