Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪: ০৩
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। 

 ৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভূঁইয়া (৩৫), মো. সুজন (৩২), মো. রিদয় (২১), মো. ফরহাদ (২০), সুমন (১৮), সুজন (২০) ও মোহাম্মদ অহিদ (৩৫)। 

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি করছে এমন সংবাদ পায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে অভিযান চালাই। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত