Ajker Patrika

তালিকা করে অবৈধভাবে মজুতদারদের বিরুদ্ধে নজরদারি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তালিকা করে অবৈধভাবে মজুতদারদের বিরুদ্ধে নজরদারি 

বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ানো বিশেষ করে সয়াবিন তেলের মজুতদারদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও থানা-পুলিশ। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘ইতিমধ্যে তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের তালিকা করেছেন। তালিকা অনুযায়ী প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে নজরদারি চলছে।’ 
 
দুই দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক কৃষি কর্মকর্তার বাসা থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। তাঁর বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার ভোজ্য তেল উদ্ধার করে পুলিশ। 

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দারা নজরদারি শুরু করেছেন। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেবেন।’ 

সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভোজ্যতেলের কোন ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে। তেলের দাম বাড়বে-এই আশায় মজুত করে রাখছেন অনেক ব্যবসায়ী, আর মজুত করে রাখা ঠেকাতে গত কয়েক দিন ধরেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকারি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও সংকট দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়। এই নির্দেশনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা ইউনিটকে অসাধু ব্যবসায়ীদের ধরতে নজরদারি করতে বলে। 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘শুধু সয়াবিন তেল না প্রতি বছর রমজান আসার আগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্য গুদামজাত করে বাজারে সংকট তৈরি করে। পরে তা বেশি দামে বিক্রির চেষ্টা করে। চলতি বছরও আসছে রমজানের আগেই বাজার কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। তাই তারা এমন পরিকল্পনা নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত