Ajker Patrika

প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের চায় আইইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৪, ১৮: ১৪
প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের চায় আইইবি

প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন, বিভিন্ন প্রকৌশল সংস্থাকে বিসিএস ক্যাডারভুক্তকরণসহ নানা দাবি জানিয়েছে দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আজ সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন আইইবির মুখপাত্র ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু।

সংবাদ সম্মেলনে মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বিভিন্ন প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীর অভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজউক ও বিসিআইসির শীর্ষ পদে ইতিপূর্বে প্রকৌশলী থাকলেও বর্তমানে অপ্রকৌশলীদেরকে পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রকৌশল সংস্থা এবং কোম্পানিসমূহে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকৌশল সংস্থাসহ অন্যান্য প্রকৌশলনির্ভর প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দসহ সর্বোপরি শীর্ষ পদগুলোতে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে দেশের গ্রামীণ অবকাঠামো ও সম্পদের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার দাবি জানান মঞ্জু। বিসিএস পানিসম্পদ প্রকৌশল ক্যাডার সৃষ্টি, বিসিএস টেলিকম ক্যাডারের বন্ধ করা নিয়োগপ্রক্রিয়া পুনরায় চালু এবং টেক্সটাইল ক্যাডার প্রবর্তনেরও দাবি জানান তিনি।

এ ছাড়া সংবাদ সম্মেলনে প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করা, পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরিকাঠামো পরিবর্তন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি, বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) নিয়োগ, বিউবোর নিয়ন্ত্রণাধীন সকল বিদ্যুৎ সেক্টরকে সমন্বিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মঞ্জু আরও জানান, প্রতিষ্ঠানটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই নানান কর্মসূচি পালন করা হবে। রাজধানীর সদর দপ্তরের পাশাপাশি আইইবির ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র ও ১৪টি ওভারসিজ চ্যাপ্টারে একই সময়ে কর্মসূচি পালিত হবে। আইইবির সদর দপ্তরে মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এ ছাড়া উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার রনক আহসানসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত