Ajker Patrika

বন্ধ নয়, আইনি কাঠামোয় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগ চায় বিইসিএ

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
বন্ধ নয়, আইনি কাঠামোয় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগ চায় বিইসিএ

কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন (বিইসিএ)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিইসিএ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে—

১। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। 

২। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে তিন-চার কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্ট করা টাকা ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েগুলোকে ডিজিটাইজ করার বিকল্প নেই। 

৩। বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা গেটওয়েতে (গ্রাহক) দাবি জানালেই ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে ওই ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন নেই। 

৪। যদি কোনো কারণে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে, অথবা সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার যারা এর দায়িত্বে আছেন, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। 

৫। নতুন পুরোনোসহ সব ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ-লোকসানের হিসাব প্রতি মাসে নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিরীক্ষার খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে। 

৬। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে, সে ক্ষেত্রে ব্যবসায়িক পরিধির ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অথবা ডিসকাউন্ট ভ্যালুর সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। 

৭। এসক্রো পদ্ধতিকে অটোমেটিক ও ডিজিটাল করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। প্রয়োজনে এসক্রো সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার, মার্চেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক—সবার এক্সেস দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত