Ajker Patrika

সচিবালয়ে শিক্ষার্থী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, তদন্তে ৩ সদস্যের কমিটি ডিএমপির

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান।

গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিন জানা যায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে বেলা আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তাঁরা সেখানে ৩০ মিনিটের মতো অবস্থান করেন। পরে শিক্ষা ভবনের দিকে যান তাঁরা। সেখানে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাঁদের বিকেল ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিপেটা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এদিন ঘটনার বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত