নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিখোঁজ মুফতি যুবায়ের আহমাদের সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুফতি যুবায়েরের পরিবার তাঁর সন্ধান দাবি করে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ।
সংবাদ সম্মেলনে যুবায়ের আহমাদের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে তিনি তাঁর স্ত্রীকে ফোন করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
তাঁরা জানান, মুফতি যুবায়ের আহমাদ রংপুরে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ থাকায় পুনরায় কীভাবে নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করা যায় সে বিষয়ে আলোচনা করতে তিনি রংপুর গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে প্রথমে তুরাগ থানা ও পরবর্তীতে বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও থানা-পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন পরিবারটি। তারা বলেন, ‘প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনো রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর আবার গেলে ভালো করে খোঁজ করতে বলা হয়।’
মুফতি যুবায়েরের স্ত্রী জানান, তিনি কোন রাজনৈতিক দল, মতের সঙ্গে যুক্ত নন। মুফতি জুবায়ের আহমাদ ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বর্তমানে রাজধানীর মান্ডায় অবস্থিত ইসলামি দাওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
দেশের নাগরিক হিসেবে তারও বেঁচে থাকার ও একজন নিরপরাধ মানুষ হিসেবে সবার সঙ্গে মিলেমিশে জনকল্যাণকর কাজ করার অধিকার আছে দাবি করে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।’
নিখোঁজ মুফতি যুবায়ের আহমাদের সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুফতি যুবায়েরের পরিবার তাঁর সন্ধান দাবি করে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ।
সংবাদ সম্মেলনে যুবায়ের আহমাদের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে তিনি তাঁর স্ত্রীকে ফোন করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
তাঁরা জানান, মুফতি যুবায়ের আহমাদ রংপুরে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ থাকায় পুনরায় কীভাবে নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করা যায় সে বিষয়ে আলোচনা করতে তিনি রংপুর গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে প্রথমে তুরাগ থানা ও পরবর্তীতে বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও থানা-পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন পরিবারটি। তারা বলেন, ‘প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনো রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর আবার গেলে ভালো করে খোঁজ করতে বলা হয়।’
মুফতি যুবায়েরের স্ত্রী জানান, তিনি কোন রাজনৈতিক দল, মতের সঙ্গে যুক্ত নন। মুফতি জুবায়ের আহমাদ ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বর্তমানে রাজধানীর মান্ডায় অবস্থিত ইসলামি দাওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
দেশের নাগরিক হিসেবে তারও বেঁচে থাকার ও একজন নিরপরাধ মানুষ হিসেবে সবার সঙ্গে মিলেমিশে জনকল্যাণকর কাজ করার অধিকার আছে দাবি করে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।’
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল। আজ বুধবার বিকেল ৫টার দিকে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে