Ajker Patrika

শেখ হাসিনার সঙ্গে এবার মামলার আসামি অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩৮
শেখ হাসিনার সঙ্গে এবার মামলার আসামি অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচীকেও। 

আজ সোমবার সকালে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের বাসিন্দা রুহুল আমিন (৩৯) বাদী হয়ে এ মামলা করেন। তিনি কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

মামলার বাদী রুহুল আমিন এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাঁকে গুলি করে গুরুতর আহত করে। এর ফলে তিনি বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় রয়েছেন। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাকি আসামিদের মধ্যে আরও রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত