বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরের মৎস্য কর্মকর্তা এবং কলাগাছিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পরিত্যক্ত অবস্থা ফেলে রাখা ৮ কেজি মা ইলিশ মাছ।
শনিবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষ্যা নদীর মোহনায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কলাগাছিয়া নৌ পুলিশ যৌথ ভাবে শীতলক্ষ্যা নদীর মোহনায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নিষিদ্ধ মৌসুমে নির্দেশনা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও জানান, আমাদের অভিযান টের পেয়ে জেলেরা প্রায় ৮ কেজি মা ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন। এবং নিষিদ্ধ কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষিদ্ধ মৌসুমজুড়ে আমাদের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উল্লেখ্য, মা ইলিশের বিচরণ এবং ডিম পারার মৌসুম হিসেবে সরকার ইলিশ আহরণে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভেতর ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর মাঝেও জেলেরা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই শীতলক্ষ্যার মোহনা ও মেঘনা নদী থেকে ইলিশ শিকার করেন।
নারায়ণগঞ্জ বন্দরের মৎস্য কর্মকর্তা এবং কলাগাছিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পরিত্যক্ত অবস্থা ফেলে রাখা ৮ কেজি মা ইলিশ মাছ।
শনিবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষ্যা নদীর মোহনায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কলাগাছিয়া নৌ পুলিশ যৌথ ভাবে শীতলক্ষ্যা নদীর মোহনায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নিষিদ্ধ মৌসুমে নির্দেশনা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও জানান, আমাদের অভিযান টের পেয়ে জেলেরা প্রায় ৮ কেজি মা ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন। এবং নিষিদ্ধ কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষিদ্ধ মৌসুমজুড়ে আমাদের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উল্লেখ্য, মা ইলিশের বিচরণ এবং ডিম পারার মৌসুম হিসেবে সরকার ইলিশ আহরণে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভেতর ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর মাঝেও জেলেরা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই শীতলক্ষ্যার মোহনা ও মেঘনা নদী থেকে ইলিশ শিকার করেন।
আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৬ মিনিট আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৩ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
৩ ঘণ্টা আগে