ঢামেক প্রতিনিধি
বাসার বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজারীবাগ গজমহল রোডের বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত রায়েরবাজার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহত সৈকতের বড় ভাই কাউসার পারভেজ সাগর বলেছেন, তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। বর্তমানে হাজারীবাগ গজমহল এলাকায় ভাড়া থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সৈকত।
সাগর আরও বলেন, ‘দুপুরে সবাই বাসায় ছিল। এ সময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’
তবে কী কারণে সৈকত গলায় ফাঁস দিতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাসার বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজারীবাগ গজমহল রোডের বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত রায়েরবাজার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহত সৈকতের বড় ভাই কাউসার পারভেজ সাগর বলেছেন, তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। বর্তমানে হাজারীবাগ গজমহল এলাকায় ভাড়া থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সৈকত।
সাগর আরও বলেন, ‘দুপুরে সবাই বাসায় ছিল। এ সময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’
তবে কী কারণে সৈকত গলায় ফাঁস দিতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে