নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া হাইস্কুলের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান শিক্ষক মো. আহসান হাবীব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। বিক্ষোভ মিছিলটি গোয়ালপাড়া, নাকুরিয়াহাটি ও পাইকপাড়া এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক দেওয়ান সামসুর রহমান, জয়নাল আবেদীন, ওবায়দুল হক, ইলিয়াস মিয়া, পরিচালনা কমিটির সদস্য মুকুল মুন্সি, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সিনহা আক্তার কনা, সুমনা আক্তার, আরিফা আক্তার, মনি আক্তার প্রমুখ।
ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়ালপাড়া হাইস্কুলের সামনে দীর্ঘদিন ধরে বখাটেরা মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে। বিভিন্নভাবে মেয়েদের হয়রানি ও লাঞ্ছিত করে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের উৎকণ্ঠায় থাকতে হয়।
গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজার ও বখাটেদের উৎপাতে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা এখন নিরুপায় হয়ে পড়েছি। স্কুল শুরু হওয়ার আগে ও পরে বখাটেরা স্কুলের আশে পাশে অবস্থান নিয়ে মেয়েদের উক্ত্যত্ত করে। প্রতিবাদ করলেই শিক্ষকদের ওপর চাপ আসে। প্রশাসনের দৃষ্টি দিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেছি।’
গোয়ালপাড়া হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিং, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হলে এলাকার কিছু প্রভাবশালী অপরাধীদের পক্ষ নিয়ে নেয়। ফলে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিংয়ের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার বখাটেদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া হাইস্কুলের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান শিক্ষক মো. আহসান হাবীব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। বিক্ষোভ মিছিলটি গোয়ালপাড়া, নাকুরিয়াহাটি ও পাইকপাড়া এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক দেওয়ান সামসুর রহমান, জয়নাল আবেদীন, ওবায়দুল হক, ইলিয়াস মিয়া, পরিচালনা কমিটির সদস্য মুকুল মুন্সি, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সিনহা আক্তার কনা, সুমনা আক্তার, আরিফা আক্তার, মনি আক্তার প্রমুখ।
ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়ালপাড়া হাইস্কুলের সামনে দীর্ঘদিন ধরে বখাটেরা মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে। বিভিন্নভাবে মেয়েদের হয়রানি ও লাঞ্ছিত করে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের উৎকণ্ঠায় থাকতে হয়।
গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজার ও বখাটেদের উৎপাতে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা এখন নিরুপায় হয়ে পড়েছি। স্কুল শুরু হওয়ার আগে ও পরে বখাটেরা স্কুলের আশে পাশে অবস্থান নিয়ে মেয়েদের উক্ত্যত্ত করে। প্রতিবাদ করলেই শিক্ষকদের ওপর চাপ আসে। প্রশাসনের দৃষ্টি দিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেছি।’
গোয়ালপাড়া হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিং, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হলে এলাকার কিছু প্রভাবশালী অপরাধীদের পক্ষ নিয়ে নেয়। ফলে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিংয়ের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার বখাটেদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে