Ajker Patrika

হেফাজত নেতা হাবিবী ও কাশেমী তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬: ২১
হেফাজত নেতা হাবিবী ও কাশেমী তিন দিনের রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে

এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত