Ajker Patrika

সড়ক সংস্কারের সময় মুন্সিগঞ্জে রোলারের চাপায় নিহত ১ 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮: ৫৮
সড়ক সংস্কারের সময় মুন্সিগঞ্জে রোলারের চাপায় নিহত ১ 

মুন্সিগঞ্জে সড়ক সংস্কারের রোলারের চাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লাল মিয়া ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মিজানুর বাইসাইকেলে করে সুখবাসপুর যাচ্ছিলেন। পথে সিপাহীপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কের কাজে ব্যবহৃত রোলার পেছন যাওয়ার সময় বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপপ্রকৌশলী ইমাম হোসেন বলেন, সড়ক সংস্কারের সময় রোলিংয়ের কাজ চলছিল। রোলার পেছনের দিকে যাওয়ার সময় বাইসাইকেলচালক এক ব্যক্তি ভুলবশত রোলারের নিচে চলে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত