Ajker Patrika

ব্রিজ থেকে নদীতে ফেলে শিশু হত্যা, আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০: ৩৭
ব্রিজ থেকে নদীতে ফেলে শিশু হত্যা, আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম (৬) নামের এক শিশুকে ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আসামি মিঠু ভূঁইয়াকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ভিন্ন দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু ভূইয়ার বাড়ি রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামি মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলেন। সেই ট্রলি গাড়ির মালিক ছিল নিহত শিশুটির বাবা মোফাজ্জল হোসেন। গাড়ির বিষয় নিয়ে মোফাজ্জলের সঙ্গে মিঠুর ঝগড়া হলে একপর্যায়ে মিঠুকে চর থাপ্পড় মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলেন।

সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মোফাজ্জলের ছেলে সিয়ামকে বিভিন্ন প্রলোভনে বাড়ির বাইরে নিয়ে আসেন মিঠু। পরে তাকে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে মিঠু ফোন দিয়ে জানায় নিখোঁজ ছেলের আশা ছেড়ে দিতে।

এ ঘটনার পর শিশুটির মা ফারজানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ আটজন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত