Ajker Patrika

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে বিচারিক আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, এই মামলায় জাকিরকে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন দেন। দুদক আপিল করলে দুই শর্তে তার জামিন বহাল রাখা হয়। শর্ত দুটি হচ্ছে বিচারিক আদালতে পাসপোর্ট জমা দেওয়া এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা না করা।

তিনি আরও বলেন, গত ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে মামলায়। ওই মামলায় ২৯ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত