নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।
বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা নামছেন গাবতলী, মহাখালীতে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। ছুটি শেষে ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
বাসস্টেশনগুলোর মতোই রাজধানীফেরত মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ৯ দিন ছুটি হওয়ায় এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। বর্তমানে পর্যাপ্ত ট্রেন রয়েছে, ট্রেনের কোনো সংকট নেই।
এ ছাড়াও সদরঘাটে দেখা গেছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়। বরিশাল, ভোলা, হাতিয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষেরা জানিয়েছেন, লঞ্চের যাতায়াতেও এবার কোনো সংকট পোহাতে হয়নি তাদের।
রাজধানীতে উৎসবমুখর ঈদ
উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করেছে রাজধানীবাসী। গত সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ এবং ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়া, গরুর গাড়ি এবং মোগল আমলের ইতিহাস, বিভিন্ন প্রতিকৃতির ভাস্কর্য, প্ল্যাকার্ডসহ আনন্দ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে রাজধানীবাসীকে। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শহীদ মিনার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, দিয়াবাড়ী, আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, সংসদ ভবন এলাকায় মানুষের জটলা দেখা গেছে।
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।
বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা নামছেন গাবতলী, মহাখালীতে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। ছুটি শেষে ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
বাসস্টেশনগুলোর মতোই রাজধানীফেরত মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ৯ দিন ছুটি হওয়ায় এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। বর্তমানে পর্যাপ্ত ট্রেন রয়েছে, ট্রেনের কোনো সংকট নেই।
এ ছাড়াও সদরঘাটে দেখা গেছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়। বরিশাল, ভোলা, হাতিয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষেরা জানিয়েছেন, লঞ্চের যাতায়াতেও এবার কোনো সংকট পোহাতে হয়নি তাদের।
রাজধানীতে উৎসবমুখর ঈদ
উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করেছে রাজধানীবাসী। গত সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ এবং ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়া, গরুর গাড়ি এবং মোগল আমলের ইতিহাস, বিভিন্ন প্রতিকৃতির ভাস্কর্য, প্ল্যাকার্ডসহ আনন্দ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে রাজধানীবাসীকে। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শহীদ মিনার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, দিয়াবাড়ী, আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, সংসদ ভবন এলাকায় মানুষের জটলা দেখা গেছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২২ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে